স্টাফ রিপোর্টার
নড়াগাতি থানার পুঠিমারি গ্রামে দুর্বৃত্তর দেয়া আগুনে স্থানিয় গ্রাম চিকিৎসকের ওষুধের দোকান পুড়িয়ে দিল। ভুক্তভোগী গ্রাম চিকিৎসক চঞ্চল শিকদার বলেন, রাত এগারোটায় শিকদার ফার্মেসি ওষুধের দোকান বন্ধ করে বাসায় চলে আসি। ভোর রাতে সংবাদ পাই কে বা কারা আমার দোকানে প্রেট্রোল ও খড়ি দোকানের ভিতরে ডুকিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। পরবর্তিতে স্থানিয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে এরই মধ্যে আমার দোকানে থাকা সব মালামাল ও নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মত ওষুধ পুড়ে পুড়ে যায়। তবে কেউ পুরোনা শত্রুতার বিরোধের জের ধরে এই নিকৃষ্ট কান্ড ঘটিয়েছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্য রোকসানা খাতুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশাপশি ঘটনার তদন্ত পুলিশের কয়েকটি টিম কাজ করছে। ঘটনার সাথে জড়িত দোষিদের আটকের চেষ্টা চলছে।