খবর বিজ্ঞপ্তি
খুলনা ওজোপাডিকোলিঃ এর বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন ১১ কেভি শেরে বাংলা ফিডারের আওতাধীন এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর গল্লামারী টু সিটিমেইন ৩৩ কেভি লাইনটি বন্ধ থাকবে। খুলনা সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পূর্নবাসন প্রকল্পের আওতায় ময়লাপোতা মোড়ে ১টি ১৫ মিটার, ১টি ১২ মিটার ও ১টি ৯টি মিটার বৈদ্যুতিক পোল স্থানান্তরের নিমিত্তে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার শেরে বাংলা ফিডারের আওতাধীন ময়লাপোতা, ডালমিল, শেখপাড়া বাজার, আপার যশোর রোড, জোড়াগেট, বকশী পাড়া ও আশপাশের এলাকাসমূহে সকাল ৭টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে বেলা ৩টায় আবার বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নির্দিষ্ট সময়ের পূর্বে যেকোন মূহুর্তে বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে বিধায় সার্বক্ষণিক লাইন চালু বলে গণ্য করতে হবে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।