তেরখাদা প্রতিনিধি
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে তৃতীয় পর্যায়ে তেরখাদা উপজেলায় ৬টি ইউনিয়নের ২৮ নভেম্বর নির্বাচনে প্রার্থীদের প্রস্তুতি মনোনয়নপত্র দাখিল ২ নভেম্বর ছিল শেষ দিন। দিনব্যাপী উপজেলার সকল প্রার্থী তাদের সমর্থকদের বহর নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন আচরণ কার্যবিধি মেনে ভোট প্রয়োগ করা হবে। ৬টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী সংখ্যা ৩৬ জন। তার মধ্যে ৬ ইউনিয়নে ৬ জন দলীয় প্রতীক, ২ জন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এবং সংরক্ষিত মহিলা আসনে ৮০ জন মনোনয়নপত্র দাখিল করেন এবং মেম্বার পদে ২৪২ জন মনোনয়নপত্র আজ ৪ নভেম্বর যাচাই বাছাই, ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ হবে।