স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো–মোড়েলগঞ্জ থানার দক্ষিণ গাজীরঘাটের বাসিন্দা বাহাদুর শেখের ছেলে সুমন শেখ (২৭), একই থানার ভাটখালী গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে তাকসির মোহাম্মাদ ইসহাক (৩০), হাফিজনগর খালপাড়ের বাসিন্দা মৃত: আঃ মজিদেও ছেলে হুমায়ুন কবির (৪৩), শরণখোলা থানার হোগলপাতি আমড়াগাছি গ্রামের মাসুম আকনের ছেলে রাব্বি আকন (২০), পাবলা সবুজ সংঘ মাঠ রিফুজি পাড়ার বাসিন্দা মৃত: আনোয়ার গাজীর ছেলে মোঃ বাবু গাজী (২২), ৪নং ফুডঘাট রেলওয়ে ঘাট কলোনীর বাসিন্দা মোঃ মাসুমের স্ত্রী আয়শা খাতুন (৩৪), নতুন বাজার স্কুল গলির মৃত; জিহাদ গাজীর ছেলে আব্দুল মজিদ (৪৭)। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে।