প্রধান জামাত সার্কিট হাউজ ময়দানে সকাল ৮ টায়
শেখ ফেরদৌস রহমান/মোঃ আাশিকুর রহমান : খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে, জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ, সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের প্রথম জামাত সকাল ৮টায়, ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯টায় ইমামতি করবেন হাফেজ মো: জাকির হোসাইন। ফেরিঘাট হযরত বেলাল (রাঃ) ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল ৮ টায়। দৌলতপুরস্থ সরকারী বিএল কলেজ কেন্দ্রীয় ঈদগায়ে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায়, আঞ্জুমান ঈদগাহে সকাল ৮ টায়, দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়, কৃষি কলেজ ঈদগাহে সকাল ৭ টায়, ফায়ার সার্ভিস ঈদগাহে সকাল ৮ টায়, মধ্যডাঙা নগর ঈদগাহে সকাল ৮টায়, মোল্লাপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, দেয়ানা দক্ষিণপাড়া ঈদগাহে সকাল ৮টায়, গোয়ালখালী সরকারি কবরখানায় সকাল সাড়ে ৭ টায়, রশিদিয়া কওমিয়া মাদ্রাসায় সকাল ৮টায়, গোয়ালখালী জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।