স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর মুজগুন্নী এলাকায় জীবননাশের হুমকির প্রতিবাদে ও জানমালের নিরাপত্তা দাবিতে শনিবার খুলনা প্রেসক্লাবে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মহানগরীর খালিশপুর মুজগুন্নী দক্ষিণপাড়া মৃত শেখ নজরুল ইসলামের সন্তান মোঃ আনোয়ার কবির টিটো।
লিখিত বক্তৃতায় বলা হয়, নগরীর মুজগুন্নি মৌজার ৪৮৮নং বিআরএস খতিয়ানের ৪১২২নং দাগের ৬০৩নং এসএ দাগের ১৭ দশমিক ৩২ শতক সম্পত্তিটুকু পৈত্রিক সূত্রে তাদের কিন্তু পারিবারিক দৈন্যতার কারণে জমিটি দীর্ঘদিন পতিত ছিল। এ সুযোগে পাশর্^বর্তী বাসিন্দা মৃত শেখ আলী আশরাফের ছেলে শেখ তানভীর রহমান তাদের অজান্তে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে মিথ্যা তথ্য দিয়ে ভূক্তভোগীদের পৈত্রিক সম্পক্তির উপরে বিধি বর্হিভূতভাবে পাকা ইমারত নির্মাণের নকশা অনুমোদন করিয়েছে (যার নং ১৩৮৪/১৭)। চতুর জবরদখলবাজ ভূমিদস্যু দীর্ঘদিন তা গোপন রেখেছিল। পরে এ বিষয়ে জানতে পেরে কেডিএ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা তো পাইনি ; বরং তাকে গুম অথবা জীবনের তরে শেষ করে দিতে নানান ফন্দি আটছে অবৈধ দখলদাররা। আদালতে মামলা করলে তাতে আরও ক্ষিপ্ত হয়ে কয়েকদফায় তাকে হত্যা চেষ্টা করেছে ওরা। গত ২৬ মার্চ খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করেছি (যার নং ১২৫৬)। এরপরও একাধিকার তাকে হত্যার চেষ্টা ও নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে অবিলম্বে তাদের পৈত্রিক সম্পত্তির উপরে নির্মিতব্য কেডিএ’র বিধি বর্হিভূত অনুমোদন বাতিল ও নির্মাণ সামগ্রী অপসারণ এবং ভূমিদস্যু স্বার্থন্বেষী চক্রের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জাতির পিতার সুযোগকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, কেএমপি কমিশনারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করা হয়েছে।