স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেক সিঙ্গাপুর চিকিৎসা শেষে দেশে পৌচেছেন। তিনি শুক্রবার রাত ৮টায় বিমান যোগে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌছান। ঢাকায় এসে তিনি তার ভাইজির বাসা ক্যান্টনমেন্টে উঠেছেন। গতকাল সন্ধ্যায় খালিশপুর নিউ মার্কেটে দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্না এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, এখন মেয়র পুরোপুরি সুস্থ্য। ঢাকায় কয়েক দিন বিশ্রাম শেষে খুলনায় আসবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, মেয়র তালুকদার আব্দুল খালেক গত ৭ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেলা ১১ টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিনি ভর্তি করা হয়। হাসপাতালের কর্মরত চিকিৎসক বলেছিলেন, ‘তীব্র জ্বর নিয়ে মেয়র হাসপাতালে ভর্তি হন। তখন তার শরীরে জ্বরের মাত্রা ছিল ১০৬ ডিগ্রি ফারেনহাইট। ‘আগে থেকে তিনি হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। এ ছাড়া গত বছর তার প্রস্টেট গ্লান্ডে অপারেশন হয়েছিল। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচ নেওয়া হয়। ওইখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৯ মে তিনি স্বপরিাবরে সিঙ্গাপুর যান। তিনি ওইখানের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা শেষে তিনি গতকাল দেশে ফিরে আসেন এবং ঢাকা সেনানিবাস তার ভাইজি সুমাইয়া সুলতানার বাসায় ওঠেন।
