স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ মহসিন মোড় সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কের গাজী থাই এ্যালুমুনিয়ামের দোকানের সামনের পাকা রাস্তার উপর অবস্থান করাকালীন সময়ে ২৬ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা এলাকার বৈকালি ল্যাংটা ফকিরের মাজার এলাকার লিয়াকত সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ফারুক হাওলাদারের পুত্র মোঃ শামিম হাওলাদার (২৫) কে গাজী থাই এ্যালুমুনিয়ায় দোকানের সামনের পাকা রাস্তার উপর অবস্থান করাকালীন সময়ে এস.আই হুমাউন, এএসই মহিউদ্দিন, ইমরান, রফিক সহ সংঙ্গীয় ফোর্স ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় এসআই হুমায়ূন কবির বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন (নং ৮)।