স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- বসুপাড়া কবরখানার বাসিন্দা আখের আলীর ছেলে মোঃ মিরাজ(২৪), ডুমুরিয়ার গাজিনগরের বাসিন্দা মৃত: এরশাদ আলী সরদারের ছেলে গফুর সরদার(৪০), বারাকপুর নিকারীপাড়ার বাসিন্দা আশিক মোড়লের ছেলে মোঃ ইমন মোড়ল(১৯)। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৮০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।