খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। ২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, ২৩ জুন সূর্যোদয়ক্ষণে জেলা কার্যালয়সহ জেলার আওতাধীন সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা। একই দিন সকাল ৯.৩০ টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ২৩ জুন মাগরিববাদ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব শেখ হারুনুর রশীদ। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড জনাব সুজিত অধিকারী, আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে যথা সময়ে উপস্থিত থেকে কর্মসূচী সফল করার জন্য আহবান করেছেন।
Home / স্থানীয় সংবাদ / আজ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা শাখার বিভিন্ন কর্মসূচি