স্টাফ রিপোর্টার : বুধবার দিনের অর্ধেক সময় খুলনা নগরীতে আনন্দ উৎসব। দিনের শুরুতে ঝিরঝিরে বৃষ্টি। হাদিসপার্ক এলাকায় সাজ সাজ রব। পদ্মা সেতু উদ্বোধন স্মরণীয় করতে নগরীতে আনন্দের মোটর শোভাযাত্র। এর আয়োজক বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
হাদিস পার্কের শহীদ মিনার জুড়ে উন্নয়ন সমন্বয় কমিটির মঞ্চ। সুন্দর মুহুর্ত বেলা সাড়ে ১১ টা। মেয়র তালুকদার আব্দুল খালেক দু’ ডজন বেলুন নীল আকাশে পানে উড়িয়ে আজকের এ অনুষ্ঠানের সূচনা করেন।
মেয়র উদ্বোধনী পর্বে বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার সাহস ও দৃঢ় নেতৃত্বের স্মরণীয় প্রতীক। ২১ জেলার মানুষের অর্থনীতির সিংহদার। উন্নয়ন কমিটির মোটর শোভায়াত্রা ইতিহাসের অংশ হয়ে থাকবে। শোভাযাত্রা ফুলবাড়িগেট অভিমুখে রওনা হয়। ফুলবাড়িগেট থেকে আবারো হাদিস পার্কে ফিরে আসে।
এতে অংশ নেন, নগর আ’লীগের সাঃ সম্পাদক এমডিএ বাবুল রানা, শেখ আশরাফুজ্জামান, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, আনিসুর রহমান বিশ্বাস, স্বপন গুহ, মফিজুল ইসলাম টুটুল, চৌধুরী রায়হান ফরিদ, নিজাম উর রহমান লালু, হাফিজুর রহমান, মিজানুর রহমান বাবু, রসু আক্তার, অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক শেখ আবুল বাসার, শাহীন জামান পন, ইকবাল হোসেন বিপ্লব , শেখ মোশারেফ হোসেন, শ্যামল সিংহ রায়, মিনা আজিজুর রহমান, মকবুল হোসেন মিন্টু, মোঃ আবু জাফর, আলী আকবর টিপু, জেড এ মাহমুদ ডন, ডা, মেহেদী নেওয়াজ প্রমূখ
