খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানিয়ে খানজাহান আলী থানা আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তাৎক্ষনিকভাবে খানজাহান আলী থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় নেমে আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে খুলনা যশোর মহাসড়কের মাইলপোস্ট, মীরেরডাঙ্গা পেট্টোলিয়াম সার্ভিস হয়ে দলীয় কার্যালয়ে এসে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। আনন্দ মিছিল পরবর্তি পথসভা খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় পথসভায় মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, থানা আ’লীগ নেতা মাস্টার শাহজাহান হ াওলাদার, সুরুজ্জামান হানিফ, মনির শিকদার, সায়েদুর রহমান, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, মো. শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার সভাপতি ইউসুফ আলী খলিফা, জেলা পরিষদের সদস্য ও থানা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা অলিয়ার রহমান রাজু, আবু হেনা বাবলু, নাসির উদ্দিন, আবু নাঈম,হোসেন আলী হাওলাদার, মোড়ল মুজিবর রহমান, তরিকুজ্জামান মনির, শেখ তরিকুল ইসলাম, সোহেল চৌধরী, মোস্তাফিজুর রহমান মানিক, আলামিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন ইমন, ইমরান আলী রনি, আব্দুল কাদের, তৈয়বুর রহমান লিটন মো. হানিফ, নজরুল ইসলাম, রেজাউল ইসলামসহ থানা ও ওয়ার্ড আ’লীগ, যুবলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিল। অপরদিকে, কুয়েট ছাত্রলীগের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ শুভ এবং সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি কুয়েট ক্যাম্পাস হয়ে ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।