মণিরামপুরে অস্ত্র-বোমা ও গান পাউডারসহ ৪ যুবক আটক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুরে ডিবি পুলিশের অভিযানে একটি ওয়ান শুটারগান, দুই কেজি গান পাউডার ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানে পুলিশ ৪ যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মশিয়াহাটি এলাকায় পুলিশ এ অভিযান চালায়। আটক চার যুবক হলেন, উপজেলার মশিয়াহাটি এলাকার অমিতাভ বিশ্বাস, মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল ও প্রান্ত ধর এবং নেহালপুর এলাকার জাহিদ হাসান। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে বুধবার সকালে গ্রেফতার চার যুবকের বিরুদ্ধে মণিরামপুর থানায় দুটি পৃথক মামলা করেছেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যায় নওয়াপাড়া ঘাটে কাজ শেষে ফেরার পথে ডিবির হাতে আটক হন অমিতাভ বিশ্বাস ও প্রতাপ মন্ডল। এরপর জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মশিয়াহাটি এলাকায় আসে ডিবি। সেখানে কুলটিয়া মোড় থকে জাহিদ হাসানকে আটক করা হয়। এরপর তিনজনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে আটক তিন জনের দেওয়া তথ্য অনুযায়ী কুলটিয়া বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি ককটেল ও দুই কেজি গান পাউডার উদ্ধার করে ডিবি। পরে মহিষদিয়া এলাকা থেকে রাতেই প্রান্ত ধরকে আটকসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ডিবি। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটক চার জনের নামে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে।