স্থানীয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবসে কেইউজে’র আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি : যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ। এসময় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, বিএফইউজ- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলিপ বর্মণ, দেবনাথ রনজিৎ কুমার, এস এম নুর হাসান জনি, মো. মেহেদী হাসান প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. মিলন হোসেন, সদস্য সুনিল দাস, তিতাশ চক্রবর্তী, ওয়াহেদ উজ জামান বুলু, এস এম কামাল হোসেন, নাজমা আক্তার, মো. হাসানুর রহমান তানজির, রিংটন মন্ডল, তরিকুল ইসলাম ডালিম, ফকির গোলাম রসুল, জুলহাস, শামছুনাহার মেঘলা, মো. জাহাঙ্গীর আলম রায়হান, পলাশ চন্দ্র ঢালী সোহেল রানা, মোস্তাফিজুর রহমান, আল আমিন শিকদার, শেখ শান্ত ইসলাম, পারভেজ খান, মো. বেনজীর হোসেন, এলিন হাসান অন্তর, মো. রাসেল দেওয়ান, রুহুল আমিন প্রমুখ।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নগরীর গল্লামারি স্মৃতিসৌধে ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button