বাগেরহাটের ৪ টি নির্বাচনী আসনে ২৬-জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩
জাকের পার্টির ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
আজাদুল হক, বাগেরহাট প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৩ এ বাগেরহাট জেলার ৪ টি নির্বাচনী আসনে ক্ষমতাসিন আওয়ামী লীগসহ কতিথ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৬ জন প্রার্থী অংশ নিয়েছেন। এর আগে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার জাকের পার্টির ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন বাগেরহাট-১ আসনের প্রার্থী (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) শেখ গোলাম ফারুক চান ও বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ-শরণখোলা) প্রার্থী বাদল রেজা। কেন্দ্রের নির্দেশে এরা দুজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানান। নির্বাচনে অংশ গ্রহনকারী ২৬ প্রার্থীর মধ্যে দলগত হিসেবে জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৪ জন, জাতীয় পার্টির ৪ জন, কতিথ তৃর্ণমূল বিএনপির ৪ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ৪ জন, ন্যাশনাল পিপস পার্টির (এনপিপি) ২ জন, বাংলাদেশ কংগ্রেসের ২ জন, জাকের পার্টির ১ জন, জাসদের ১ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ১ জন । এ ছাড়াও ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত ২জন প্রার্থী দু’টি আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন।জেলা রিটানিং কর্মকর্তার কার্য্যলয় সুত্রমতে এখন ভোটের লড়াইয়ে থাকা প্রার্থীরা হলেন- বাগেরহাট- ১ আসন অর্থাৎ চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোল্লাহাট উপজেলা জাপা সভাপতি মো. কামরুজ্জামান (লাঙ্গল), তৃর্ণমূল বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য মো. মাহফুজুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী দলের জেলা সদস্য মো. মনজুর হোসেন শিকাদার (নোঙ্গর), ন্যশনাল পিপস পার্টির (এনপিপি) প্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য বাসুদেব গুহ (আম) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী দলের মোল্লাহাট উপজেলা সদস্য এইচ এম আতাউর রহমান (ডাব)। বাগেরহাট- ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় (নৌকা), জাতীয় পাটির প্রার্থী দলের জেলা সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম (লাঙ্গল), জাকের পার্টির প্রার্থী জেলা সভাপতি খান আরিফুর রহমান (গোলাপ ফুল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী দলের জেলা সভাপতি সোলায়মান শিকাদার (নোঙ্গর), তৃর্ণমূল বিএনপির প্রার্থী ও দলের ঢাকা উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম সুলতানা (সোনালী আঁশ) এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এস এম আজমল হোসেন (ঈগল পাখি)। বাগেরহাট- ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার (নৌকা), আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস আলী (ঈগল পাখি), জাতীয় পার্টির প্রার্থী মোংলা উপজেলা সভাপতি মো. মনিরুজ্জামান মনির (লাঙ্গল), জাসদের প্রার্থী দলের জেলা সদস্য শেখ নূরুজ্জামান মাসুম (মশাল), তৃর্ণমূল বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় সহ সভাপতি মি. মেনোওয়াল সরকার (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মোংলা উপজেলা সদস্য সুব্রত মন্ডল (নোঙ্গর) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ও দলের জেলা সদস্য মফিজুল ইসলাম গাজী (ডাব)। বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী দলের মোরেলগঞ্জ উপজেলার উপদেষ্টা সাজন কুমার মিস্ত্র (লাঙ্গল), তৃর্ণমূল বিএনপির প্রার্থী তৃর্ণমূলের মহিলা দলের সহ সভাপতি লুৎফুন নাহার রিক্তা (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী জেলা সদস্য রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), ন্যশনাল পিপস পার্টি (এনপিপি) প্রার্থী জেলা সদস্য মোহাম্মদ লোকমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বাগেরহাট জেলা সদস্য মুহাম্মদ বদরুজ্জামান (ছড়ি) এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসেন (ঈগল পাখি)।