স্থানীয় সংবাদ

শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও সাধারণ মানুষের কাছে ছুটছেন এস এম কামাল

শেখ ফেরদৌস রহমান ঃ খুলনা ৩ আসনের নৌকার মাঝি এস,এম কামালের বিপরিতে নেই কোন শক্ত প্রার্থী তারপরও সাধারণ মানুষের কাছে ছুঠছেন নৌকার প্রার্থী এস,এম, কামাল। সংসদীয় আসন খুলনা ৩ খুলনা সিটি কর্পেরেশনের আওতাভূক্ত। এর মধ্যে রয়েছে নগরীর খানজাহান আলী থানা, আড়ংঘাটা থানার একাংশ, দৌলতপুর ও খালিশপুর থানা । এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে এখনও পর্যন্ত মাঠে টিকে আছেন এস,এম, কামাল হোসেন। তার দল: আওয়ামী লীগ এবং প্রতীক : নৌকা। তার নৌকা মার্কায় ভোট দিতে তিনি যেমনটি ভোটারদের কাছে যেয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তেমনি দেখা হলে করছেন ছোট, বড় সকলের সাথে করছেন আলিঙ্গন। পাশাপাশি নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে বেশ জোরেশোরে প্রচার চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। এ দিকে অপর প্রার্থীদের এখনও মাঠে দেখা যায়নি । পাশাপাশি ফাতেমা জামান সাথী তার দল, স্বতন্ত্র প্রতীক ঈগল এই পার্থীর পোস্টার বা মাইকে প্রচার করে ভোট চাইতে দেখা গেলেও প্রার্থীকে এখন অনেক ভোটার সরাসরি দেখেনি বা গণসংযোগেও তেমনটি চোখে কারো চোখে পড়েনি বলে জানিয়েছেন নৌকার সমর্থকরা। নগরীর অলিগলিতে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা পোস্টার চোখে পড়লেও নৌকা মার্কার গণসংযোগ লক্ষ্য করা যায়। এছাড়া গেল তিনবারে আওয়ামী লীগের সংসদ সদস্য দুইবারের শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবারে দলীয় মনোনয়ন না পাওয়ায়তে নৌকার প্রার্থী এস,এম, কামালের বিপক্ষে নেই কোন শক্ত প্রার্থী নেই। নৌকার প্রতীক পাওয়ার পর পর এস,এম, কামাল ছুটে যান বর্তমান সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ানের বাড়ীতে। দীর্ঘ সময় আলাপের পর তার দোয়া ও সমর্থনে মনোবল বাড়িয়ে ও তৃণমুল সমর্থকদের সমর্থন পেয়ে মাঠে সরব আছেন। খুলনা ৩ আসনের নির্বাচানীয় এলাকায় নৌকার প্রার্থী এস,এম, কামাল হোসেন আগে থেকেই ছিলেন সক্রিয়। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি খুলনায় সর্বস্তরের মানুষের পাশে থেকেছেন আগামী দিনেও তিনি থাকবেন বলে জানিয়েছেন নৌকার এই প্রার্থী। এ বিষয়ে খুলনা ৩ আসনের নৌকা মাঝি এস, এম , কামাল হোসেন বলেন, আমি এই এলাকার মানুষ। আমি যদি নির্বাচন করছি রাজা হওয়ার জন্য না। আমি নির্বাচন করছি এই এলাকার মানুরেষর প্রজা হয়ে তাদের সেবক হতে। আমি এলাকার মানুষের মাথে সব সময়ে থাকতে চাই। আমি খুলনাকে বদলে দিতে চাই। এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা হাত ধরে আজ খুলনা উন্নয়নের নগরী হযে উঠেছে। পদ্মা সেতু তৈরি সময়ে বিশ^ ব্যাংক বলেছিল দুর্নীতি হচ্ছে। তিনি বলেছিলেন আমি এদেশের জনগণের টাকা দিয়ে পদ্মাসেতু তৈরি করব। আর তিনি করে দেখিয়েছেন। আজ খুলনার মানুষেরা সকালে ঢাকায় যেয়ে কাজ শেষে বাড়ী চলে আসতে পারে। সেই ফেরি পারাপার ভোগান্তি এখন অতীত, সব হয়েছে এই শেখ হাসিনার হাত ধরে। আমি আপনাদের কাছে আশাবাদি আপনারা সকলে ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে আসবেন সকলে ভোট দিবেন। আপনারা নৌকা মার্কাকে ভোট দিবেন আর দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button