স্থানীয় সংবাদ

নড়াইলে অনলাইনে প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেফতার

৯ টি মোবাইল ফোন ও ১৬ টি সিম উদ্ধার

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে অনলাইনে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৯ টি মোবাইল ফোন ও ১৬ টি সিম জব্দ করে পুলিশ। মঙ্গলবার (৯ জানুযারি) পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মেহেদী হাসান। তিনি আরো জানান, নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের দুই ছেলে শাহ জালাল ও শাহ জামান প্রায় এক বছর ধরে ‘ইলোরা ফ্যাশান’ নামে ফেসবুক পেইজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ঘটনায় তাদের নামে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা আছে। প্রতারণার মাধ্যমে তারা প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ মামলায় আজ মঙ্গলবার ভোরে তাদের বাড়ি থেকে দুই ভাইকে প্রেফতার করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button