স্থানীয় সংবাদ

হরিণটানায় চোর চক্রের সদস্য গ্রেফতার

চুরির কাজে ব্যবহৃত মালামালসহ পিকআপ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ বুধবার সকাল সাড়ে ৯টায় হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়ে চেকপোষ্ট ডিউটি করাকালে সাতক্ষীরা থেকে খুলনা মুখী একটি মাঝারি আকারের পিকআপ চেকপোস্টের সামনে পৌঁছালে সিগন্যাল দিয়ে থামাতে গেলে পিকআপটি না থেমে দ্রুত বেগে চালিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে হরিণটানা থানার মোবাইল-০৪ ডিউটিরত অফিসার-ফোর্স এবং চেকপোস্ট-০৪ এর ফোর্স মিলে উক্ত পিকআপটি আটকানোর জন্য ধাওয়া করলে পিকআপের চালক হরিণটানা থানাধীন জয়বাংলা মোড় হতে মোস্তফার মোড় গামী খুলনা বাইপাসের পাশে নির্মাণাধীন নতুন জেলখানার প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপর পিকআপটি দাঁড় করে পালানোর চেষ্টাকালে হরিণটানা থানা পুলিশ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ এমদাদুল ফকিরকে (৩২) গ্রেফতার করে। সে ফকিরহাট থানার নওয়াপাড়া গ্রামের ইউনুস ফকিরের ছেলে। চোর চক্রের অপর দু’ সহযোগী শরিফ শেখ (৩৫) ও হৃদয় (২৮) কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদের উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ এমদাদুল ফকিরের দেহ ও গাড়ি তল্লাশি করে তার উপস্থাপন মতে চুরির কাজে ব্যবহৃত মালামাল একটি পিকআপ ভ্যান, দু’টি তালা ভাঙ্গার বেনা; একটি তালা কাটার কাটারী; একটি লোহার শাবল; একটি হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় হরিণটানা থানার মামলা নং-০৬, তারিখ-১৭/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৪০১ পেনাল কোড রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button