স্থানীয় সংবাদ

বাতাসে হাড় কাঁপানো শীতে কাপছে জনজীবন

শেখ ফেরদৌস রহমান: গেল কয়েক বছরের তুলনায় এবার শীতের প্রকোপ বেশি। বিশেষ করে শৈত্যপ্রবাহ আর আকাশ মেঘলাসহ গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়াতে যেন পিছু ছাড়ছেনা শীত। আর এই হাড় কাপানো শীতে কাপছে জনজীবন। বিশেষ করে শিশু বাচ্চা ও বয়বৃদ্ধদের অবস্থা খুবই নাজুক। দিন দিন হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীদের সংখ্যা। বিপাকে আছে খেঠে খাওয়া নি¤œ আয়ের মানুষেরা। গতকাল খুলনায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১১ দশামিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বেচ্চ তিাপমাত্রা ছিল ২৩ দশামিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে করে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। শৈত্য প্রবাহে খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এমনকি সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ বিষয়ে খুলনা ডেপুটি সিভিলসার্জন ডাঃ শেখ মোহাম্মাদ কামাল হোসেন বলেন, কনকনে শীতে আর বাতাসে বিভিন্ন ধরনের ঠান্ডাজানিত রোগে শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। এমনকি ডায়রিয়া রোগের প্রকোপ বাড়ছে। শীতে মানুষ চাহিদার তুলনায় খুবই কম পানি পান করে। এছাড়া শীতে যাদের সামান্য পরিমাণ শ^াসকষ্টের সমস্যা আছে তাদের আরও বেশি সমস্যা হয়। এই শ^াসকষ্ট রোগসহ শীতের সময়ে সর্দি, জ¦র,গলাব্যাথা গ্যাস্ট্রোলজি সম্যসাসহ নানা ধরনের অসুখ হচ্ছে। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। সবসময়ে গরম কাপড় পরিধান কান, গলা ডেকে রাখা, এছাড়া শিশু ও বয়স্কদের গরম পানি করা উচিত। ঠান্ডা পানি পান করলে আরও বেশি সমস্যা হতে পারে। এ বিষয়ে খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ আমিরুল আজাদ বলেন, আগামিকাল হতে বাতাস কম হতে পারে। ধীওে ধীরে তাপমাত্রা স্বাভাবিক হবে। পাশাপাশি তাপমাত্রা বাড়বে। তবে আবারও আকাশ মেঘলা সহ সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে খুব একটা প্রভাব পড়বেনা। রাতের তাপমাত্র সামান্য বাড়তে পারে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button