স্থানীয় সংবাদ
খেগড়াঘাটে জমি জোর করে দখল, জীবননাশের হুমকির সত্যতা পেয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার ঃ বাগেরহাটের ডেমা ইউনিয়নের খেগড়াঘাট মৌজায় জমি জোর করে দখল, জীবননাশের হুমকিসহ অশ্লীলভাষায় গালিগালাজের সত্যতা পেয়েছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারী বাদী মারুফ গাজী বাগেরহাট সদর থানায় জিডি করেন। যার নং-৩৩। ওই জিডি তদন্ত করেন এসআই সোহাগ শিকদার। তদন্তে বিবাদী গোলাম গাজী ও রেকসোনা বেগম জোর করে বাদীর ১৫ কাঠা জমি দখল করে নিয়েছে। এ সময় বাদী বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্যভাষায় গালমন্দ করে ও জীবন নাশের হুমকি দেয়। এমনকি মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় বিবাদীরা। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সরাসরি ও গোপনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তদন্ত প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, বিবাদীরা খুবই খারাপ প্রকৃতির লোক, বিধায় বিবাদী দ্বারা বাদীর যে কোন ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কাসহ শান্তি ভংগের আশংকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।


