বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’

খবর বিজ্ঞপ্তি ঃ অদ্য ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ বুধবার, সকাল ১০:৩০ টায় “বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন”-এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয় সুন্দরবন দিবস-২০২৪। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন দিবস উপলক্ষ্যে স্কুলের ছাত্র- ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করে ট্যুর অপারেটর এ্যসোসিয়েশন অব সুন্দরবন (ঞঙঅঝ), খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনা এর প্রাঙ্গনে। এছাড়া সুন্দরবনের ঐকিহ্য নিয়ে জীবন ও জীবিকার উপর রচিত পটগানের আয়োজন করা হয়। একটি সাংস্কৃতিক গোষ্ঠি পটগান পরিবেশন করছে যারা সুন্দরবন এলাকার অধিবাসী, শহরের শিববাড়ী মোড়, সাত রাস্তার মোড়, রূপসা স্ট্যান্ড মোড় ও শহীদ হাদীস পার্ক এ বাংলাদেশ পৃথিবীর বুকে ছোট একটি দেশে হলেও: চমৎকার কিছু বিশেষত্ব, আমাদের এই দেশকে করে তুলেছে অনন্য। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। তাছাড়া এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। তবে, আমাদের সবচেয়ে অনন্য দৃষ্টান্ত হলো সুন্দরবন। সুন্দরবন বাংলার পরিচয়। তবে বাংলার সেই পরিচয়ই এখন সংকটের মুখে। মানুষ নিজের প্রয়োজনে ধীরে ধীরে গাছপালা কেটে ফেলছে। এভাবেই আমাদের সুন্দরবন দিন দিন ধ্বংসের মুখে পতিত হচ্ছে। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। আমাদের সম্পদ রক্ষা করার দ্বায়িত্ব আমাদেরই। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। প্রাণ-বৈচিত্র্যে ভরপুর এই বন লাখো মানুষের জীবিকার সংস্থান করে চলেছে। ঝড়- জ্বলোচ্ছাসে এখনও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে বাঁচাতে সুন্দরবনের ভূমিকা অপরিসীম। বনের প্রতি অতি-নির্ভরতা এবং মানুষের নির্বিচার আচরণে দিন দিন বিপন্ন হচ্ছে এর পরিবেশ ও প্রতিবেশ। প্রতিটি ঘূর্ণিঝড়-জলোচ্ছবাসে ক্ষতবিক্ষত হয়ে মায়ের মত উপকূলের কোটি-কোটি মানুষকে নিরাপদে আগলে রাখে। জলবায়ু পরিবর্তনে পানির উচ্চতা বৃদ্ধি ও পরিবেশ দূষণসহ নানা কারণে সুন্দরবন এখন নিজেই ভালো নেই। সুন্দরবন রক্ষা করার উদ্দেশ্যেই ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় ‘সুন্দরবন দিবস-২০২৪’। বনঘেষা উপকূলীয় জেলাগুলোতে আজ সুন্দরবন রক্ষার সচেতনতা প্রচারে এই দিবস পালন করা হচ্ছে। সুন্দরবনের সাথে জড়িত রয়েছে অসংখ্য উদ্ভিদ এবং প্রাণি। এরা আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখে। তাই এই বনকে রক্ষা করতে আমাদের আরও সচেতন হতে হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিহির কুমার দো, বন সংরক্ষক, খুলনা অঞ্চল, খুলনা: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আনসার উদ্দিন, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চল, খুলনা। জনাব এস, এম, নজরুল ইসলাম, সভাপতি, প্রেস ক্লাব, খুলনা: জনাব ডঃ মোঃ ওয়াসিউল ইসলাম, অধ্যাপক, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলোজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এবং জনাব আলী আকবর টিপু, সভাপতি, ম্যনেজিং কমিটি লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনা। সভাপতিত্ব করেন মো: মইনুল ইসলাম, সভাপতি, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (ঞঙঅঝ), এছাড়াও উপস্থিত ছিলেন এম, নাজমুল আযম ডেভিড, সাধারণ সম্পাদক, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (ঞঙঅঝ), প্রমুখ।