নগরীতে গাঁজা ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর বায়তুল ফালাহ মোড়ের বাসিন্দা মোঃ সেলিমের ছেলে মাহামুদ আলম চাঁন(২০), খালিশপুর তিন নং ক্যাম্পের বাসিন্দা আইনুল হকের ছেলে জয়নুল হক(২০), লবণচরার ফাতেমাবাগ আবাসিকের আকিম উদ্দিন গাজীর ছেলে আরিফ বিল্লাহ গাজী(২৪), হরিণটানা ইসলাম নগর মসজিদের সামনের হেমায়েত হাওলাদারের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (২৫), বানরগাতী ইসলাম কমিশনারের মোড়ের দেলোয়ার হোসেনের ছেলে মাঃ সাব্বির হোসেন(২৩), গোবরচাকা নবীনগরের নজরুল ইসলামের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২১)। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪০০ গ্রাম গাঁজা ও ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।


