নাগরিক আন্দোলন খুলনার মতবিনিময় ও মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ নাগরিক আন্দোলন খুলনার আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কনজুমারর্স এসোসিয়েশন অব বাংলাদেশের(ক্যাব) উদ্যোগে এক মত বিনিময় সভা আজ (শুক্রবার)বিকেলে বিএমএ মিলনায়তনে অনুস্টিত হয়। নাগরিক আন্দোলন খুলনার সঞ্চালক ডাঃ বাহারুল আলমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। কর্মকর্তারা বলেন,খুলনাসহ সারাদেশে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে জনগনকে আর সচেতনার সাথে এগিয়ে আসতে হবে। নানা প্রতিকুলতার মধ্যদিয়ে হলেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে ক্যাবে সহযোগিতা নিয়ে এ বিষয়ে তারা কাজ করে যাচ্ছে।কর্মকর্তারা জনকল্যানে নাগরিক আন্দোলন খুলনার সকল সদস্যদেরকে তাদের কাজে সহযোগিতার করার আহবান জানান। মত বিনিময় সভায় নাগরিক আন্দোলন খুলনার বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য প্রাপ্তিতে তাদের ক্ষোভের কথা তুলে ধরে দুই সরকারী সংস্থার কার্যক্রমের উপর বিভিন্ন প্রশ্ন করেন এবং জন সমস্যা সৃস্টিকারীদেরর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এ্যাডঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী, এম,এ সবুর,এাডঃ মৃন্জয় রায় মনি, লোকমান হাকিম, মহিরুল ইসলাম বাবুল,নুরুজ্জামান,আহসান হাবিব, মতিয়ার রহমান,রুহুল আমিন, রাজিব ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন। সভার শুরুতে নাগরিক আন্দোলন খুলনার সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
মত বিনিময় সভা শেষে বিএমএ এর প্রধান গেটে নাগরিক আন্দোলন খুলনা ও এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)দ্রব্য মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মতস্ফ’র্ত এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নাগরিক আন্দোলন খুলনার সঞ্চারক ডাঃ বাহাররুল আলম বলেন প্রতিনিয়ত সাধারণ জনগন অসত ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হয়ে আসছে। দেখে মনে হয় সরকার এসব অসাধু ব্যাবসায়দের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তিনি নাগরিকদের অধিকার নিয়ে খুলনার সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আাসার আহবান জানান। কাজী মোতাহার রহমান বাবু, রেজাউল ইসলাম, সাইদুর রহমান,নুরুন্নাহার হীরা,নাজমুল তারেক তুষার প্রমুখ বক্তৃতা করেন।



