স্থানীয় সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিটি মেয়র-এর বাণী

খবর বিজ্ঞপ্তি : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেন, একুশে ফেব্রুয়ারি জাতির সংগ্রামের এক গৌরবদীপ্ত দিন। এ সংগ্রাম আমাদের জাতীয় চেতনাকে উজ্জীবিত করেছিল। অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করায় আমাদের সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ব অঙ্গনে পেয়েছে পরিচিতি। বিশ্ববাসী জানতে পেরেছে ভাষা আন্দোলনে বীর সন্তানদের বিরোচিত আত্মত্যাগের ঘটনা প্রবাহ। একুশের চেতনায় উজ্জীবিত দেশবাসীর রক্তক্ষয়ী সংগ্রামের ফসল আমাদের মহান স্বাধীনতা। তাই অমর একুশে আমাদের জাতীয় চেতনায় চিরভাস্বর। ভাষা শহিদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিটি মেয়র মহান একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি ভাষা আন্দোলনে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button