স্থানীয় সংবাদ
নগরীতে ইয়াবা গাঁজাসহ ৫মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর চানমারী বাজার ২য় গলির জালাল গাজীর ছেলে জিয়ারুল ইসলাম নিরব, চানমারী বাজার ১ম গলির কাওছার হোসেন হাওলাদারের ছেলে মারুফ হোসেন, বাদুরগাছা গুটুদিয়ার কালা চাঁদ ফকিরের ছেলে ইমন ফকির(২৫), দেয়াড়ার শেখ জামির হোসেনের ছেলে শেখ মসিউর মুন্না(২৭) ও স্ত্রী রীনা বেগম(৩০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।.