স্থানীয় সংবাদ

খানাবাড়ী গালর্স হাই স্কুল ও প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে বিভিন্ন কর্মসুচি পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২৪ উপলক্ষে খানাবাড়ী গার্লস হাই স্কুল ও প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। খানাবাড়ী গার্লস হাই স্কুল দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী সকালে প্রভাতফেরী শেষে ফুলবাড়ীগেট কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তাবক অর্পণের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিদ্যাালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিস্তারিত কর্মসুচি পালন করেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) এস এ রহিমের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কুমোদ চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য কানিজ ফাতেমা ও প্রসান্ত সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, ম্যানিজিং কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিল। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক জোয়াদ্দার মোঃ জিয়াউল হাসান।
অপরদিকে ল্যাবরেটরি মোড় প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসুচি পালন করেন। কর্মসুচির মধ্যে ছিল সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরী, পুষ্পস্তাবক অপর্ণ, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধাান শিক্ষক মো. মিজানুর রহমানের(মিজান) এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু রামচন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক সারমিন স্মৃতি, মো. মেহেদী হাসান, মো. আনিছুর রহমান, মো. ইমরান হোসেন, মো. হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম, এশা আক্তার, সামিহা খান, হাজেরা খাতুন সুমি, আফরিন যুথি, তামমিনা খাতুন, আছমা আক্তার, কবির হোসেন, তুষার হালদার, সুভাষ চন্দ্র মন্ডল, টুটুল দত্ত, ময়না খাতুন, ফারজানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্তকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিল । মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় শ্রেনী ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button