শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি নির্বাচন সম্পন্ন
ইকবাল সভাপতি ও জাহিদুল সাধারণ সম্পাদক নির্বাচিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমনি (তেতুলতলা রোড)শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪ গতকাল উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৮ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ ইকবাল হোসেন নিকটতম প্রতিদন্দী মোঃ ইমাদুল হোসেন পান ১৫ । সহ সভাপতি পদে শেখ শাহিদুল ইসলাম ২২ ভোট পেয়ে নির্বাচিত হয় নিকটতম প্রতিদ্বন্দী শেখ সজল হোসেন পান ১৪ ভোট। সাধারন সম্পাদক পদে শেখ জাহিদুল ইসলাম ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দী শেখ তাহাজ্জাদ হোসেন পান ১৫ ভোট। সহ সাধারন সম্পাদক পদে আঃ রহিম ২১ ভোট পেয়ে বিজয়ী হয় নিকটতম প্রতিদ্বন্দী শেখ কালাম ১৪ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাকসুদ মুন্সি ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দী রুবেল শেখ ১৫ ভোট পান। লাইন সম্পাদক পদে মোঃ রিদয় ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দী সাব্বির শেখ ১৫ ভোট পান। কোষাধক্ষ পদে নাইমুল হাসান ২১ ভোট পেয়ে নির্বাচিত হন নিকটতম প্রতিদন্দি আশরাফুল আলম তাহের ১৪ ভোট পান। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন খানজাহান আলী কলেজের অধ্যাপক শেখ মেসবাহ উদ্দীন জুয়েল। এদিকে শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খ.ম লিয়াকত আলী, তাঁতীলীগ খুলনা জেলা কমিটির সাবেক সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।