ছেলের আবদার পূরন করে ঘরে ফেরা হলনা আর এশার

পিরোজপুর প্রতিনিধি ঃ ছেলের কাচ্চি খাওয়ার আবদার পূরন করতে খালাত বোন ও তার ২ সন্তান এবং নিজের ৬ বছরের একমাত্র ছেলে আরহামকে সাথে নিয়ে তানজিনা এশা হাতিরঝিলের বাসা থেকে বৃহস্পতিবার রাতে ডিনার করতে বেইলি রোডে যান ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয়। আগুন লাগার পর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের দ্বিতীয় তলায় এই রেস্তোরাঁ ধোয়ায় আচ্ছন্ন হয়ে পরে। তার সাথের ৪ জন বের হতে পারলেও বের হতে পারেননি এশা। আগুনে মর্মান্তিক ভাবে মারা যান এশা। গ্রিন কোজি কটেজ ভবনের আগুনে পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার বাসিন্দা তানজিনা এশা (৩৫) এর মর্মান্তিক মৃত্যুতে শোকাভিভূত পুরো মহল্লা । একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করতেন এশা। সে পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদ এর স্ত্রী।
তার মৃত্যুর খবর মহল্লায় ছড়িয়েছে পরলে স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা তাদের শহরের নড়াইলপাড়া এলাকার বাড়িতে ভিড় করে। তবে এশার মরদেহ ঢাকা থেকে নিয়ে রওনা হয়েছে পরিবারের লোকজন। এই করুন মৃত্যু কেউই সহ্য করতে পারছেন না। শুক্রবার বিকেলে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে এশা’র মৃতদেহ দাফন করা হবে।
এশা পিরোজপুরে লেখাপড়া শেষ করে ঢাকায় ইডেন কলেজে ভর্তি হন। সেখানে লেখাপড়া শেষে তার বিয়ে হয়। তার স্বামী ও সন্তানকে নিয়ে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় একটি বাসায় বসবাস করতেন।