সভাপতি রেজওয়ান রাজা ও সাধারণ সম্পাদক আশরাফ শেখ

রুপা কওমি হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন
খানজাহান আলী থানা প্রতিনিধি : মশিয়ালী রুপা কওমি ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। প্রথম বারের মতো গঠিত কমিটিতে প্রধান উপদেষ্ঠা করা হয়েছে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আবিদ হোসেন। নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. রেজোয়ান আকুঞ্জী রাজা এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মো. আশরাফ শেখ। কমিটি অন্যান্য পদে সহ-সভাপতি মো. হাফেজ আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস শেখ, কোষাধ্যক্ষ মোসাম্মাদ রুপা খাতুন, দপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান বিপ্লব, কার্যর্নির্বহী সদস্য পদে রবিউল ইসলাম, মিজান শেখ, সাদেক শেখ, মফিজ শেখ ও মাসুম শেখকে নির্বাচিত করা হয়েছে। রুপা কওমি ও হাফিজিয়া মাদ্রাসাটি ২০২১ সালে প্রতিষ্ঠিত করে মোসাম্মাৎ রুপা খাতুন। মাদ্রাসাটি প্রতিষ্ঠাকাল থেকে দ্বীনি শিক্ষায় বিশেষ ভূমিকা পালন করায় সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে। আগামী তিন বছরের জন্য মাদ্রাসা পরিচালনার জন্য ১১ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।