আমরা বৃহত্তর খুলনাবাসীর সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ¦ গতিতে যখন মানুষের নাভিশ্বাস ঠিক সেই মূহুর্তে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের দূর্ভোগ আরো বাড়বে। নেতৃবৃন্দ বলেন, রমজান মাসকে সমনে রেখে অসাধু ব্যবসায়ী পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে জিম্মি করে রেখেছে। তার মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি মানুষের উপর নতুন করে কষ্টের বোঝা চাপিয়ে দিচ্ছে। দেশের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রনের জন্য প্রচলিত আইন কঠোরভাবে বাস্তবায়নে, দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধায় আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ-এর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক সরদার আবু তাহের এর পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলে সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, হাসান মোল্লা, শাহজামান জমাদ্দার মোহাম্মদ আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, প্রকৌ: সফিকুর রহমান, প্রকৌ: মোঃ সেলিমুল আজাদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, স ম হাফিজুল ইসলাম, এম এম হাসান, এ্যাডঃ জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মোঃ সাইফুল মল্লিক, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।