নগরীতে ইয়াবা গাঁজাসহ ৯মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর মহেশ্বরপাশার আনোয়ার হোসেনের ছেলে পেয়ার হোসেন নয়ন(৩০), ১৯/৫, মুসলমান পাড়া ক্রস রোডের মোস্তাফিজুর রহমানের ছেলে আনিচুর রহমান ওরফে পায়েল(২৮), ২৩ নং টিবি ক্রস রোডের কামাল মৃধার ছেলে শাহাজাহান মৃধা(৩২), খালিশপুর ১নং ক্যাম্পের মোক্তার আহম্মেদের ছেলে রাজু আহম্মেদ(৩৫), বাস্তহারার আঃ মান্নান শেখের ছেলে মোঃ আলামিন শেখ(২৮), কালিয়া খড়রিয়ার আলাউদ্দিন মোল্লার ছেলে হাসান মোল্লা(২০), যোগীপোলের আবুল কালাম হাওলাদারের ছেলে মোঃ বাবু হাওলাদার(২২), দেয়াড়ার মৃত: জাফর আলী শেখের ছেলে মোঃ জামির শেখ(৪৭), হোগলাডাঙ্গা বাঁশ বাড়িয়ার শহিদুল ইসলামের ছেলে আবিদ হাসান ওরফে আবির হাসান ওরফে আবুজর(২৬)। এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬৬০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।