রূপসায় অবৈধ ট্রলি আবারও কেড়ে নিলো এক যুবকের প্রাণ

রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলায় নানি শ্বাশুড়ির জানাযায় যাবার পথে ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন নাতজামাই। বুধবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কাজদিয়া থানার মোড় এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবির মোল্যা (২২)। তিনি গোপালগঞ্জের জেলার জালালাবাদ ইউনিয়নের বরফা এলাকার কিসমত মোল্যার ছেলে এবং একই এলাকার ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসাবে চাকরি করতেন। থানা পুলিশের ওসি শওকত কবির জানান , ট্রলিচাপায় নিহত আবিরের শ্বশুরবাড়ি রূপসার জাবুসা এলাকায়। তিনি নানি শ্বাশুড়ির মৃত্যুর খবর শুনে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে জাবুসা যাচ্ছিলেন। সকাল ৮ টার দিকে তিনি কাজদিয়া এলাকার থানার মোড়ের কাছাকাছি আসলে একটি বেপরোয়া গতির অবৈধ বালিবাহী ট্রলি তাকে চাঁপা দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রলি আটক করা হলেও চালক পালিয়ে গেছে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।



