স্থানীয় সংবাদ

তেরখাদায় ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও ককটেলসহ গ্রেপ্তার ৫

তেরখাদা প্রতিনিধি ঃ খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় পাইপগান ও ককটেলসহ চিহ্নিত সন্ত্রাসী সাঈদসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। এর আগে সোমবার (১৮ মার্চ) রাতে তেরখাদা উপজেলার নিশিপুর সাকিনস্থ একটি টিনশেড বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মল্লিকপুরের মোঃ আবু সাঈদ মোল্লা(৩৪), মোঃ করিম মোল্লা(৩৬), মোঃ তরিকুল ইসলাম(৩৫), মোঃ রাজিব শেখ(২৮) ও মোঃ শরিফ গাজী(২৮)। মঙ্গলবার ( ১৯ মার্চ) র‌্যাব-৬ খুলনা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ রাতে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার তেরখাদা উপজেলার নিশিপুর সাকিনস্থ একটি টিনশেড বিল্ডিং এর ভিতরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রধান আসামী মোঃ আবু সাঈদ মোল্লার কাছ থেকে ২টি পাইপগান ও অন্যান্য আসামীদের কাছ থেকে ২টি ককটেল উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। জব্দ করা আলামত ও আসামীদেরকে তেরখাদা থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলার প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button