স্থানীয় সংবাদ

রূপসায় বিধবা নারীর ফলজ গাছ জোরপূর্বক কর্তন : থানায় অভিযোগ

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় গোয়াড়া গ্রাম পূর্ব শত্রুতার জেরে এক বিধবা নারীর একাধিক ফলজ গাছ জোরপূর্বক কর্তন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মীরা রানী মালাকার (৪৬) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। উপজেলা রূপসার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের স্বামী- মৃত মনোরঞ্জন মালাকারের স্ত্রী রানী মালাকার বাদী হয়ে পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক ফলজ গাছ কর্তন করার অভিযোগে বিবাদী একই গ্রামের ১। অনবুল মালাকার (২৬), পিং-সত্যরঞ্জন মালাকার, ২। সত্যরঞ্জন মালাকার (৫০), পিং- মৃত বাল্যক মালাকার দ্বয় দীর্ঘ ০৪ (চার) বছর যাবৎ অভিযোগকারী সাথে ফ্যাসাদ সৃষ্টি করে আসছে। সম্পর্কে বিবাদীরা একজন বাদীর দেবর ও অন্যজন দেবরের পুত্র। পাশাপাশি শরিক হওয়ায় দীর্ঘদিন যাবত বাদীর সঙ্গে বিবাদীরা ফ্যাসাদ সৃষ্টি করে আসছে। এছাড়াও বিভিন্ন সময় তার জমিতে অবৈধ ভাবে দখল করার চেষ্টা করে। গত ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ০৭,টা ২০ মিনিটের সময় ১ ও ২ নং বিবাদীদ্বয় ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিঘোঠা এবং অজ্ঞাতনামা কিছু লোকজন নিয়ে এসে জোরপূর্বক আমাদের ফলন্ত আমগাছসহ অন্যান্য গাছ কাটিতে থাকে। উক্ত সময় আমি ১ ও ২ নং বিবাসীকে আমার গাছ কাঁটার কারন জিজ্ঞাসা করিলে বিবাদীদ্বয় কোন সদুত্তর না দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন রকম হুমকী, ধামকীসহ প্রাণ নাশের হুমকী প্রদান করে। এছাড়াও আমাকে বলে যে, তোদের সব গাছ কেটে নিয়ে যাব পারেলে তোরা ঠেকা। অপরদিকে বিবাদী সত্যরঞ্জন মালাকার পাল্টা অভিযোগ করে বলেন, এই গাছ আমার লাগানো। তাই আমি কেটেছি। চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে ফয়সালা করে দেবেন বলেছে, তাই আমি গাছ কাটা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, এরকম একটা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button