যশোর প্রধান ডাকঘর থেকে এক মহিলার ৩৭ হাজার টাকা লুট

যশোর ব্যুরো ঃ প্রকাশ্যে প্রধান ডাক ঘরের মধ্যে থেকে একজন গ্রাহকের ব্যাগের মধ্যে থাকা নগদ ৩৭ হাজার ৫শ’ টাকা কৌশলে এক নারী চোর নিয়ে পালিয়েছে। ডাক ঘরের সিসি টিভি ফুটেজ দেখে এক মধ্য বয়স্ক নারী চোরকে সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হলে থানা থেকে পুলিশ ডাক ঘরে এসে সিসি টিভি’র ফুটেজ দেখে নারী চোর নিশ্চিত হন।
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নাজমা বেগমের বাড়ির ভাড়াটিয়া আজিজুল হকের স্ত্রী মোছাঃ শারমিন আক্তার থানায় অভিযোগে উল্লেখ করেন,রোববার ২৪ মার্চ সকাল অনুমান ৯ টার সময় প্রধান ডাক ঘওে টাকা জমা দেয়ার জন্য তার শিশু বাচ্চা নিয়ে আসেন। উক্ত গৃহবধূ প্রধান ডাক ঘরে প্রবেশের মুখে এক নারীকে তার কাছে থাকা নগদ ৩৭ হাজার ৫শ” টাকা জমা ও ছবি সত্যয়িত করার বিষয়ে আলোচনা শেষে ডাক ঘরের দ্বিতীয় তলায় যান। ছবি সত্যয়িত করে নীচে এসে দেখেন তার ব্যাগে থাকা নগদ উল্লেখিত টাকা নেই। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায় ডাক ঘরের নীচে সিসি টিভি ফুটেজ দেখার জন্য থানা থেকে এক এএসআই আসলে সিসি টিভি’র ফুটেজ দেখলে নিশ্চিত হওয়া যায় টাকা জমার ব্যাপারে লেখানোর সময় গৃহবধূর পিছনে আসা এক নারী মুখে মাস্ক অবস্থায় ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে মুহুর্তের মধ্যে টাকার ব্যাগ নিয়ে শরীরে লুকিয়ে দ্রুত পালিয়ে যায়। তাছাড়া,সিসি টিভি ফুটেজে আরো দেখা যায় উক্ত চোর নারী পরনে কালো বোরকা,ঘিয়ে রংয়ের ওড়না মাথায় পেচানো মুখে মাস্ক পরা অবস্থায় দোতলায় টাকা জমা দিতে আসা বিভিন্ন পুরুষ গ্রাহকের ব্যাগে পিছন থেকে হাত ঢুকানোর চেষ্টা করে। মোছাঃ শারমিন আক্তার যশোর আইনজীবীদের সহকারী হিসেবে আছেন বলে জানান।