তিন কেজি গাঁজা ও ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ৪৮ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর মহেশ্বরপাশার কুদ্দুস মুন্সির ছেলে মেহেদী হাসান (২৪), উত্তর কাশিপুর কমিউনিটি সেন্টার গলির বাসিন্দা শাহজাহান আকনের ছেলে মোঃ তারেক হোসেন(২৮), নয়াবাটি দূর্বার সংঘ রোডের মৃত: হাসান শেখের ছেলে মোঃ রুহুল শেখ(২৬), মেগার মোড় বাগানবাড়ীর হাফিজুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা ওরফে উজ্জল শেখ(৩১), বিআইডিসি রোডের নুর ইসলাম ওরফে কুটি মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া(৩০), প্লাটিনাম ২নং গেটের বাসিন্দা আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম(৩০), শিরোমনি পূর্বপাড়ার মুজিবর সরদারের ছেলে মোঃ সুমন সরদার (৩৮), টিএফসির মোড় সোনাডাঙ্গার আলী হাফেজ হাওলাদারের ছেলে মোঃ পারভেজ হাওলাদার(২২) বাগেরহাট সদর চাঁপাতলার মৃত: জব্বার শেখের ছেলে সামছু শেখ (৫৫)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে তিন কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং ২৩ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে মর্মে জানা যায় এবং ইতোপূর্বে মাদক কারবারি সামছু শেখ এর বিরুদ্ধে ৭টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।