দৌলতপুরে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন

দিবসটি ঘিরে শহীদদের বিন¤্র শ্রদ্ধা জানাতে পালিত হয়েছে নানা কর্মসূচি
স্টাফ রিপোর্টার ঃ বাঙালি জাতির জীবনে স্বরণীয় ও ঐতিহাসিক দিন হলো ২৬ মার্চ, যা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার গর্বের দিন ২৬শে মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্য নগরীর দৌলতপুরে সরকারি, বেসকারি, স্বায়ত্তশাসিত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন সমূহ স্বাধীনতার মহান স্থাপতি, জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারসহ বাংলার স্বাধীনতা অর্জনে আত্ম উৎস্বর্গকারী শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচির পালন করেছে। দৌলতপুর থানা আ’লীগের কর্মসূচি ঃ কর্মসূচির অংশ হিসাবে সকালে সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। একই সাথে দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানাতে দৌলতপুর থানা আ’লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর নেতৃত্বে ও দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক, বিএল কলেজের সাবেক জিএস শহীদুল ইসলাম বন্দের পরিচালনায় র্যালি সহকারে দলীয় নেতাকর্মীরা সরকারি বিএল কলেজ প্রাঙ্গনের বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাকসুদ আলম খাজা, আ’লীগ নেতা শেখ আকরাম হোসেন, শেখ সরোয়ার হোসেন, শেখ সোলায়মান, ওয়ার্ড আ’লীগ সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, আঃ রউফ মোড়ল, আছিফুর রশিদ আছিফ, মনিরুল ইসলাম তরফদার, ওয়ার্ড সাঃ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, শেখ অহিদুজ্জামান, সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু, জাফর ইকবাল মিলন, রেজাউল শেখ, ওয়ার্ড আ’লীগ নেতা রানা পারভেজ সোহেল, জামিরুল ইসলাম বন্দ, শহিদুল ইসলাম সেলিম, শেখ ইমাম হোসেন রুবেল, মো. শরিফুল ইসলাম খোকা, এস এম ওয়াজেদ আলী (মজনু), বীর মুক্তিযোদ্ধা হারুন বন্দ, ডা. এম এ মান্নান, রিপন হাওলাদার, হানিফ ফকির, জাহাঙ্গীর প্রধান, ইবাদ শেখ, হায়দার মেম্বার, মো. আজিজুল ইসলাম, শেখ আজিজুল ইসলাম, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, ফয়সাল তালুকদার, মিজানুর রহমান মিজান, শেখ জিহাদ, মো. আলী আকবর, ইলিয়াজ মুন্সি, নাসির হাওলাদার, তোতা কাজী, মহিলা আ’লীগ নেত্রী বিথী বিশ^াস, শিউলি আক্তার, পারভীন আক্তার, সেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান কামাল, বাবুল নন্দীসহ আ’লীগ ও তার সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল (খুলনা) ঃ কর্মসূচির অংশ হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনার অতিরিক্ত পরিচালকের নিজস্ব কার্যালয়ে “ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদের প্রতি বিন¤্র শ্রদ্ধা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পরিচালক খুলনার মিজান মাহমুদ’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউট দৌলতপুর খুলনার অধ্যক্ষ নূরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন হটিকালচার সেন্টার দৌলতপুর খুলনার উপ-পরিচালক সঞ্জয় কুমার ঘোষ, উদ্ভিদ সংগোনিরোধ মোংলা বন্দর খুলনার উপ-পরিচালক কাজী মোতাহার হোসেন, ক্লঠনমেট স্মার্ট প্রযুক্তি প্রকল্প খুলনার প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, জি.এস.বি.এস.পি খুলনার অতিরিক্ত উপ-প্রকল্প পরিচালক মো. তৌহিদীন ভূঁইয়া, জেলা প্রশিক্ষন অফিসার বাগেরহাট’র আব্দুল্লাহ আল-মামুন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোসাদ্দেক হোসেন, এটিআই দৌলতপুর খুলনার মুখ্য প্রশিক্ষক মোছা. রীনা খাতুন, জেলা প্রশিক্ষন অফিসার খুলনার মহাদেব চন্দ্র সানা, তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম। এছাড়াও এসময়ে উপস্থিত খুলনা অঞ্চল খুলনার বিভিন্ন জেলা হতে আগত উপ-সহকারী কর্মকতাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, দৌলতপুর ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পঅর্পণের মাধ্যমে শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন বিভাগ খুলনার মূখ্য বৈজ্ঞানিক ড. হারুনুর রশীদ। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক সহকারী গজেন্দ্রনাথ মন্ডল, আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতার দেশের উন্নয়নসহ দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ন হয়ে উঠেছে সে ব্যাপারে দৃষ্টিপাত করেন। বক্তৃতা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পোষ্টার প্রদর্শন, আলোচনা সভাসহ আলোক সজ্জার কর্মসূচি পালন করা হয়েছে। অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এএসএম আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপধাক্ষ্য মো.সদরুজ্জামান। উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন তাপস কুমার রায়, রোখসানা খানম, পাপিয়া আখতার, সাবিনা রওশন, আরিফুজ্জামান, সুকৃতি রায়, গাজী মোজাম্মেল হোসেন, উজ্জ্¦ল কুমার সাহা, হাসিবুজ্জামান, নাহিদ আকরাম, রেজওয়ানা হকসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতের অনুষ্ঠিত হয়েছে।
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুদ বিল্লাহের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার , মোস্তফা ফিরোজ আহমেদ, রীতেশ বিশ্বাস, ফিরোজা খানম, হাসরাত শারমিন হাসি, আনোয়ার হোসেন, জিনিয়া শারমিন, শাহনাজ মাহমুদসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন আজাদী। মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ও সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল পরিচালনা সভায় প্রধান অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মিনা জিল্লুর রহমান, শেখ মোঃ আবুল হোসেন, এ.এফ.এম আশরাফুল আলম, মোল্লা গোলাম কিবরিয়া, শেখ মোখলেছুর রহমান, শরিফা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, পাপিয়া খানম, হাসানুজ্জামান, তাওহিদুর রহমান, মোঃ জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ কামাল হুসাইন। দেয়ানা মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ সুলতানা সিরাজ, বিদ্যেৎসাহী সদস্য এড. মোফাজ্জেল আলম বন্দ, অভিভাবক সদস্য মো. জাহিদুল শেখ, মো. মনিরুল ইসলাম, এস এম মঈনুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, ফাহমিদা ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মাদ বাকিউল আযম, নমিতা রায়, শিউলী রায়সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অতঃপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খন্দকার আঃ হালিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মনিরুল ইসলাম তরফদার, ম্যানেজিং কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম, মো. আহসান আহমেদসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পাবলা শের-ই বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মোঃ জয়নাল আবেদীন সিদ্দিকীর সভাপতিত্বে ও সহঃ শিক্ষিকা ফরহানা ইয়াসমিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোল্যা নজরুল ইসলাম, সহঃ শিক্ষক মোঃ আব্দুল হক, সঞ্চয় কুমার মন্ডল, তাজিয়া খাতুন, অমিত কুমার সরকার, রীনা আক্তার, বিনয় কৃষ্ণ রায়, শিমুল, মোঃ খলিলুর রহমান মল্লিক, রাজিয়া বেগম পপি , সোনা মিয়া হাজেরা খাতুনসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ। দেয়ানা মহিলা দাখিল মাদরাসা ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মাদ মনজুরুল হোসাইনের তত্ত্ববধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ- সুপার মুহাম্মাদ সাইফুল ইসলাম মোড়ল,সহঃ মৌলবি মোঃ আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, সহঃ শিক্ষিকা সুরভী নাজনীন, ফাতেমা খাতুন, লাবনী ঘোষ, সহঃ শিক্ষক অনুপম জোদ্দার, আসলাম খান, মাহমুদ খান,আঃকাঃ মোঃ মহিউল ইসলাম,জাকিয়া সুলতানা, মার্জিয়া সুলতানা, ফিরোজা খাতুন, জিয়াউর রহমান চৌধুরী, রহিমা খাতুন, আরমান শেখ, মোমিনুল ইসলাম, শামিমা বেগমসহ শিক্ষার্থীবৃন্দ। মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দাউদ-অর-রশিদ শাওনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারহানা আফরোজ খান মিতুলের পরিচালনায় সভায় উপস্থিত সহকারী শিক্ষক এস.এম মোস্তাফিজুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মাহবুব আক্তার জাহান, অজ্ঞনা সাহা, শিউলি আক্তার, আতিয়া চৌধুরী লিমা, মোঃ হুমায়ূন কবির, স্মৃতি রানী শীল, তাপশ বর্মণ, ইষি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ কাওসার মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। একতা যুব পরিষদ ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি যথাযথ মর্যাদা আর গভীর শ্রদ্বায় স্মরণ করে নানা কর্মসূচি পালন করেছে একতা যুব পরিষদ। সকল ভাষা শহীদদের আত্বত্যাগের কথা স্বরণকরে বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে “মুক্তিযুদ্ধের ইতিহাস”-শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আহম্মেদ উল্লাহ রেজা, শেখ মুনতাসির রহমান জনি, মো. পারভেজ বখতিয়ার, সোহেল রানা, এম এম আব্দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন এসএম কামরানুজ্জামান, সোহেল, সুমন, ওবায়দুল্লাহ, ইভান, ইশান, জিকো, প্রান্ত, ফারুক, শান্ত, ইয়াসিন ও মাসুমসহ প্রমুখ। গ্রীন নারী কল্যান ফাউন্ডেশন ঃ সামাজিক সংগঠন গ্রীন নারী কল্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ছাকেরা বানুর পরিচালনায় মহান স্বাধীনতা দিবসে সকল জীবন উৎর্স্বগকারী শহিদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা নিবেদনে পুষ্পঅর্পণ ও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিনিয়া আক্তার, সাবিনা, ইতুফাসহ সংগঠনের সকল নারী উদ্যোক্তা, সদস্য ও এলাকার গুনীজন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহন করা শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।