স্থানীয় সংবাদ

সি ডাব্লুউ এফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহের উদ্যোগে ট্রান্সজেন্ডার দিবস পালন

স্টাফ রিপোর্টার ঃ দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, দ্যা ফ্রী প্রেস আনলিমিটেড এবং আর্টিক্যাল ১৯ এর সহযোগিতায় “ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি” শীর্ষক দিবস পালিত হয়। তৃতীয় লিঙ্গের বৈষম্য সংক্রান্ত বিষয়বস্তু তুলে ধরতে প্রতিবছরের ৩১ মার্চে দিনটি পালন হয়। সেই ধারাবাহিকতায় রবিবার খালিশপুর বাইতি পাড়ায় বিকাল ৪টায় সি ডাব্লিউ এফ, সি এম কে এস এবং দৈনিক প্রবাহের যৌথ পরিচালনায় মানববন্ধন, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছিন্নমূল মানব কল্যান সোসাইটির উপদেষ্টা শিমলা হিজড়া, সভাপতি আরিফা ইসলাম অর্পা হিজড়া সদস্যা- কাজল হিজড়া, মাসুম হিজড়া, চৈতি হিজড়া, সুরাইয়া হিজড়া, বকুল হিজড়া, সাদিয়া হিজড়া, দুলি হিজড়া, রাখি হিজড়া, হিরা হিজড়া, মুন্নি হিজড়া, খাইরুল হিজড়া, স্বপ্না হিজড়া, পটল হিজড়াদের উপস্থিতিতে “আমি যথেষ্ট” প্রতিপাদ্যকে সামনে রেখে বিদেশি সংস্থাগুলোর সমন্বয়ে “হিউম্যান চেইন এন্ড ডিসকাশন মিটিং” শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মিস্টার খালিদ আহমেদ, এছাড়া সিডব্লুএফের পরিচালক নাসিমুল হক, নির্বাহী পরিচালক হোসনআরা বেগম, কর্মসুচী পরিচালক মোঃ আজাদুর রহমান, যোগাযোগ কর্মকর্তা ইভানা আফ্রিন ও অ্যাডমিন অ্যাকাউন্টস অফিসার হামিদা খাতুন এবং সিএমকেএসের নির্বাহী পরিচালক মো: আবুল হোসেন, অ্যাডভোকেসি ও ডকুমেন্টেশন কর্মকর্তা গোলাম মওলা রানা। এছাড়া দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার ও প্রজেক্ট কর্ডিনেটর প্রবাহ নিউজ টিভির নিউজ ইনচার্জ আনিছুর রহমান কবির, রিপোর্টার শামীম হোসেন, মোঃ মেহেদী খান, সাজিদুল আলম, ভয়েসম্যান তানিশা খান, ভিডিও এডিটর সিয়াম হোসেন,প্রবাহ নিউজ টিভির দিঘলিয়া প্রতিনিধি ওয়াহিদ মুরাদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button