স্থানীয় সংবাদ
টুটপাড়াস্থ যোবায়ের খান বিদ্যানিকেতনে দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সোমবার সকাল ১০টায় নগরীর টুটপাড়াস্থ আলহাজ্ব যোবায়ের আহমেদ খান বিদ্যানিকেতন প্রাঙ্গণে দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও খুলনা চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব জোবায়ের আহমেদ খান জবা-এর উদ্যোগে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। কেসিসি’র কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, মেহাম্মদ জিয়াউল হাসান, সংরক্ষিত আসনের কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলিসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।