কাশিপুরে মেলা বন্ধের দাবিতে পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ ঈদকে সামনে রেখে খালিশপুর ৭ নং ওয়র্ডে মেলার আয়োজন করার প্রতিবাদ জানিয়েছে খালিশপুর থানা ইমাম পরিষদ। খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি এম,এম কারামত আলী স্বাক্ষরিত এক লিখিত অভিযোগ খুলনা মেট্রাপলিটন পুলিশ কমিশনার বরাবর জমা দিয়েছেন। মেলা বন্ধের দাবিতে পুলিশ কমিশনারের পাশাপাশি খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস,এম কামাল হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) এবং খালিশপুর থানার অফিসার ইনচার্জ বরাবর অনুলিপি পাঠিয়েছেন। উত্তর কাশিপুর ফুটবল মাঠে
ঈদের নামাজ, জানাযার নামজ, ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এছাড়া, এলাকার যুব সমাজ ইসলামি জলসা ও খেলাধুলার আয়োজন করে থকে। এমত অবস্থায় মেলার আয়োজন করা হলে ধর্মীয় অনুভুতিতে আঘাতসহ এলাকার শান্ত পরিবেশ বিনষ্ট হবে। এবিষয়ে খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি এম,এম কারামত আলী জানান, মেলা বন্ধের দাবিতে পুলিশ কমিশনার, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে, তাতেও যদি মেলা বন্ধ না হয় ইমাম পরিষদ আন্দোলনে নামবে বলে তিনি জানান।