স্থানীয় সংবাদ

চট্টগ্রাম নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নৌ অঞ্চলে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ০২ নং নাবিক আবাসিক এলাকায় রবিবার নি¤œ আয় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রতিনিধি হিসেবে বানৌজা ঈসাখান এর অধিনায়ক ক্যাপ্টেন মোঃ শামসুল হক অসহায় ও দুঃস্থদের সাথে ইফতার সামগ্রী বিতরণ করেন। রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাসব্যাপী চট্টগ্রামের ভাটিয়ারি, সিআরবি, দেওয়ান হাট, লালখান বাজার, বন্দরটিলা, স্টিলমিল, কাঠগড়, জেলে পাড়া, বিজয় নগর, ডাঙ্গারচর, বিমান বন্দর এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কক্সবাজার জেলার সেন্ট মার্টিন, কক্সবাজার, পেকুয়া এবং কাপ্তাই উপজেলার নতুন বাজার, জেটিঘাট, বাঙালি পাড়া, মুসলিম পাড়া, আফসারের টিলা, শিলছড়ি, বালুচর, গবঘোনা এলাকাসমূহে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছে নৌবাহিনী। উল্লেখ্য, ইতোমধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের এ সকল এলাকাসমূহে ১৫ হাজারের অধিক পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button