স্থানীয় সংবাদ

আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রবিবার আঞ্জুমান মুফিদুল ইসলাম খুলনা শাখার উদ্যোগে জেলা পুলিশ লাইনে গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। জেলা পুলিশ সুপার ও সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম (বার) উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার ভাইস চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ এ্যাড. মির্জা নরুজ্জামান, কাউন্সিলর আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, তোফাজ্জল হোসেন, বারের সেক্রেটারি এ্যাড. তারিক মাহমুদ তারা, মহানগর পিপি কে এম ইকবাল হোসেন, স্পেশাল পিপি মোঃ সাজ্জাদ আলী, উলহুদা, ইউসুফ আলী, আবেদ আলী, ওসি শরিফুল ইসলাম, মহানগর পিপি কেএম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। প্রায় ২শতাধিক দু:স্থদের মাঝে বিতরন করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা লিটার তেল, আধা কেজি সিমাই এবং শাড়ি ও লুঙ্গি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button