বিত্তবানরা এগিয়ে আসলে সকলের ঈদ খুশির হতে পারে

নিসচা’র ঈদ বস্ত্র বিতরণকালে বক্তারা
খবর বিজ্ঞপ্তি : নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখা’র উদ্যোগে অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে রবিবার বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের (হুমায়ুন কবির বালু মিলনায়তনে) ভিআইপি লাউঞ্জে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব, সংগঠনের সাবেক জেলা সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, অধ্যাপক ইকবাল হোসেন। কর্মসূচির আহ্বায়ক শিরিনা পারভীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন কাজী রাসেল, বাহ্লুল আলম, রকিব উদ্দীন ফারাজী, মোঃ নাজমুল হোসেন, মিনা আছিকুর রহমান দোলন, মোঃ আসলাম হোসেন, মোঃ নাজমুল হোসেন, মোঃ কলিন হোসেন আরজু, এলিন হুসাইন অন্তর, অঞ্জন কুমার রায় কৃষ্ণ, মোঃ মোশারফ হোসেন, মোঃ হেলাল মোল্লা, ফরিদ খান, মোঃ হোসেন মুন্সী, দীপ বিশ্বাস, মোঃ মিলন হাওলাদার, মৌসুমী আক্তার বর্র্ণা, মো মিকাইল হোসেন, মোঃ রুহুল আমিন সোহাগ, আলিসা আক্তার হীরা, মোঃ নাসিফ ইকবাল, ওহিদুল ইসলাম সিদ্দিকী, মজিদ আহমেদ মজুমদার, আফজাল দেওয়ান, শেখ মাসুম প্রমুখ। এ সময়ে শতাধিক অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিত্তবানরা এগিয়ে আসলে শ্রেণি-পেশা-অবস্থান নির্বিশেষে সকলে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারেন। সমাজের পিছিয়ে পড়া অসহায়, দুস্থদের অধিকাংশ ক্ষেত্রেই ঈদের আনন্দ স্পর্শ করে না। অথচ অনেক ক্ষেত্রেই বিত্তবানদের অর্থ অপচয় হয়ে থাকে এসব ধর্মীয় উৎসবে। প্রয়োজন প্রকৃত অর্থে ধর্মের নির্যাস কিংবা প্রকৃত শিক্ষা গ্রহণ করে তার বাস্তবায়ন। বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন বাস্তবায়নে নির্বাহী বিভাগকে চাপ প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কর্মকা-ের সাথে সাথে বিশেষ করে পরিবহনের সাথে যুক্তদের এ জাতীয় সহযোগিতামুলক কর্মকা-ের আওতায় আনার জন্য নিসচা খুলনা জেলা শাখাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিবহন শ্রমিকরাও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।