ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তা সোহেলের

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না সোহেলের, ঘাতক গ্যাসবাহী লরির ঢাক্কায় সড়কে প্রাণ গেছে তার। যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তা মোঃ সোহেল শেখ (৪৮) গতকাল সোমবার মটরসাইকেল যোগে যশোর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সকাল পৌনে ৯ টায় ফুলতলা বাজারের সন্নিকটে ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সামনে পৌঁছালে তার মোবাইল ফোন বেজে ওঠে। তৎক্ষনাত সে রাস্তার পাশে মটরসাইকেল (যশোর হ ১৪-৯১৭৬) থামিয়ে ফোনে কথা বলা অবস্থায় পেছন থেকে ডেলটা এলপি গ্যাসবাহী লরি (ঢাকা মেট্রো ঢ ৮১-০৪৩৪) ঢাক্কায় ঘটনাস্থলেই সোহেল প্রাণ হারায়। সে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিয়ালদহ কলাতলার আবজাল হোসেন শেখ এর পুত্র। অপরদিকে, ঘাতক লরির চালক ও হেলপার গাড়ি রেখে দ্রুত সটকে পড়ে। ফুলতলা থানা পুলিশ গ্যাসবাহী লরিটি আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানায় মামলার প্রস্তুতি চলছিল।