যশোরে সাড়ে ২৮ লাখ টাকাসহ প্রতারক চক্রের ৭সদস্যকে গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোর ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২৮ লাখ টাকাসহ প্রতারক চক্রের ৭সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ। গত মঙ্গলবার ৯ এপ্রিল গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার ১০ এপ্রিল দুপুরে যশোর ডিবি পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো, পাবনার বেড়া উপজেলার রুপপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আমিনুল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলার মোকাদ্দেস হোসেনের ছেলে মোস্থফা জামাল , চাঁদপুরের মতলব উপজেলার এখলাছপুর গ্রামের সরদার গোলাম আহমেদের ছেলে এসএম গোলাম কিবরিয়া, ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকার নূরুল আলমের ছেলে মঞ্জুরুল আলম, পূত্রবধূ বিথি , বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ফালান খাঁর ছেলে রিপন খান ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড়ালি গ্রামের কলিম উদ্দিন গাজীর ছেলে নাজমুল ইসলাম ।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার সাংবাদিকদের জানান, আটককৃতরা নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তুু দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। গতকাল মঙ্গলবার ৯ এপ্রিল সন্ধ্যায় এ চক্রটি ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া চাররাস্তার মোড়ে কোরবান আলী নামে এক ব্যক্তিকে নকলস্বর্ণের বার দিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ ৭জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ২৮ লাখ ৫০ হাজার টাকা ও ৩টি নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তুু উদ্ধার করেন।
তিনি আরো জানান, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন জেলায় নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে। এ ঘটনায় কোরবান আলী বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন । ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ এপ্রিল বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।