নগরীর দৌলতপুরে বুদ্ধি প্রতিবন্ধি যুবক নিরুদ্দেশ

স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুর থেকে নিখোঁজ হয়েছে অর্জুন দাশ(২৮) নামের একজন বুদ্ধি প্রতিবন্ধি যুবক। গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দৌলতপুর মুচিপাড়া সরদার লেন সংলগ্ন নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন। তিনি মৃত সুরেন দাশের ছেলে। তার উচ্চতা পাঁচ ফুট ২ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা, মাথার চুল ছোট। সাজিয়ে কথা বলতে পারে না। নিখোঁজ হওয়ার পর এলাকায় ম্ইাকিং করা হয়। নিকটজনদের বাসায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি। এ ঘটনায় তার মা মনিমালা দাশ দৌলতপুর থানায় জিডি করেছেন। জিডি নং-৭৩১, তাং-১৫,০৪,২৪ইং। তারই নিকটজন বাসন্তি দাশ বলেন, ছেলেটা ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতো। বড়দের সাথে মিশতো না। ওকে আদর করে পরিবারের পরিচয় জিজ্ঞাসা করলে বলতে পারবে। অর্জুন নিরুদ্দেশ হওয়ার পর থেকে ওর পরিবারে ঘুম নেই। সবাই কান্নাকাটি করছে। কিন্তু কোথাও তার সন্ধান পাচ্ছে না। বিষয়টি নিয়ে পুরো পরিবার দুঃচিন্তায় রয়েছে।