মোরেগঞ্জে অজ্ঞান পার্টির কবলে গ্রাম পুলিশসহ বিয়ে বাড়ির লোকজন

অচেতন অবস্থায় ১৬ জন হাসপাতালে
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এবার গ্রাম পুলিশসহ একটি বিয়ে বাড়ীতে হানা দিয়েছে অজ্ঞান পার্টি। এ দুটি বাড়ী থেকে মোট ১৬ জন কে অচেতন অবস্থায় উদ্ধার করে শনিবার সকালে পাশর্^বর্ত্তি শরনখোলা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। আর এ ঘটনাটি হয়েছে শুক্রবার দিনগত রাতের যে কোন সময়ে মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখারী বাজার সংলগ্ন হাবিবুর রহমান তোতার বাড়িতে। স্থানীয়রা জানান, এখানে বিয়ে বাড়িতে খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে এক পরিবারের সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ছাড়াও একই রাতে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নারায়ন চৌকিদারের বাড়িতেও খাবারে চেতনানাশক পদার্থ মিশিয়ে পরিবারের চারজনকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টি। হাসপাতাল সুত্র ও স্থানীয় খাউলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন অচেতন অবস্থায় গৃহকর্তা হাবিবুর রহমান (৬৫) ও তার স্ত্রী, নতুন বর মামুনুর রশিদ ও তার স্ত্রী, গৃহকর্তার ছেলে ফেরদাউসসহ ১২ জন কে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। ধারনা করা হচেছ বিয়ের অনুষ্ঠানে খাসির গোসের মধ্যে চেতনা নাশক স্প্রে করা হয়েছে। এ ছাড়াও একই রাতে অনুরুপ ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার নারায়ন বাবুর বাড়িতেও খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে একটি পরিবারের সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে। অজ্ঞান অবস্থায় নারায়ন চৌকিদার (৬০), তার স্ত্রী শ্যমলী (৫০), ছেলে জীবন (২৮) ও তার স্ত্রীসহ ৪ জনকে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। প্রতিবেশীরা বলেন ঘটনাটি সকালে স্থানীয় সন্ন্যাসী ফাঁড়ির পুলিশকে অবহিত করা হয়েছে। কিন্তু ফাঁড়ি পুলিশ এ ঘটনাকে কোনো গুরুত্ব দেয়নি। তবে মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাটি শুনেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।