স্থানীয় সংবাদ

যশোর পল্লীতে প্রতিবেশী লম্পট কর্তৃক প্রতিবন্ধী তরুণী ধর্ষিত : গ্রেফতার ১

যশোর ব্যুরো ঃ সদর উপজেলার চান্দুটিয়া পূর্বপাড়া গ্রামে এক প্রতিবন্দ্বী ( (১৭) ধর্ষনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাতে মামলাটি করেন, ধর্ষিতা প্রতিবন্দ্বীর মাতা। মামলায় আসামী করেন, তুহিন নামে এক যুবককে। সে যশোর সদর থানার চান্দুটিয়া পুর্বপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে। পুলিশ ধর্ষক তুহিনকে গ্রেফতার করে শুক্রবার ২৬ আদালতে সোপর্দ করেছে। প্রতিবন্দ্বী তরুনীর ২২ ধারায় জবানবন্দি গ্রহন করেছে আদালত।
মামলা বিবারনে জানাগেছে, প্রতিবন্দ্বী তরুনী বাড়িতে থেকে কাজকর্ম করতো। লম্পট তুহিনের স্বভাব চরিত্র ভাল না এবং খারাপ প্রকৃতির লোক ও দুশ্চরিত্র ব্যক্তি। তুহিন প্রায় সময় প্রতিবন্দ্বী প্রায় সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। তুহিন বিভিন্ন সময় প্রতিবন্দ্বী তরুনীকে তার বাড়িতে ডেকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তার সাথে অবৈধভাবে মেলামেশা করে আসছিল। গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় লম্পট যুবক তরুনীকে তার বাড়িতে ডেকে বিয়ের প্রলোভন দিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করে। পরবর্তীতে প্রতিবন্দ্বী তরুনী বাড়িতে এসে কান্নাকাটি করে ঘটনার বিষয় তার ভাবীর জানালে পুত্রবধু বাদিকে জানায়। বাদি তখন তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে তরুনী ঘটনার বিবারণ দেয়। বাদি ঘটনার বিষয় নিয়ে লম্পট তুহিনের বড় ভাই জুলফিকার ও নোয়া ভাই শাহিনকে জানিয়ে আইনের আশ্রয় নিতে চাইলে তুহিন বাদির পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে বাদিকে ও তার পরিবারের সদস্যদের মারপিট খুন জখমের হুমকী দেয়। ঘটনার ব্যাপারে স্থানীয় লোকজন দেখে ও শুনে। আসামী হুমকী দিয়ে বাদিকে বলে উক্ত ঘটনার বিষয় পুনরায় কাউকে জানালে এবং থানা পুলিশ করলে বাদির পরিবারকে খুন জখম করবে বলে হুমকী দিয়ে চলে যায়। প্রতিবন্দ্বী তরুনী শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গ ও পারিবারিক ভাবে আলোচনা করে লম্পট তুহিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় মামলা করেন। পুলিশ লম্পট তুহিনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। শুক্রবার ২৬ এপ্রিল আদালতে সোপর্দ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button