মোরেলগঞ্জে প্রকাশ্য জনস্মুখে কৃষক হত্যা : পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে প্রকাশ্য জনসম্মুখে কৃষক হাকিম জোমাদ্দার কে হত্যার ঘটনায় জড়িত ৫ জন কে গ্রেফতার করেছে। নিহতের ভাই হারুন জোমাদ্দার বাদী হয়ে প্রতিবেশী বারেক হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার কে প্রধান আসামী করে ২৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মোড়েলগঞ্জ থানায় শুক্রবার রাতে দায়ের করা মামলায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৫ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আব্দুস সালাম ফকির, হাসান হাওলাদার, নাজমা বেগম, লাইজু বেগম ও জাহানারা বেগম। গ্রেফতার ৫ আসামিকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান করা হয়। এর আগে, শুক্রবার বেলা ৮টার দিকে উপজেলার গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জোমাদ্দার (৬২) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিবেশি শহিদুল ইসলাম ও তার সহযোগিরা। এ সময় আরও ৬/৭ জন আহত হন। হত্যাকান্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ও বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন শনিবার বিকেলে বলেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ অবস্থান করছে। আমরা এ পর্যন্ত ৫ জন আসামি কে গ্রেফতার করতে পেরেছি। বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।