খুলনায় বাপসার ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) খুলনা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৭ এপ্রিল) শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ সম্মেলনের মধ্যে দিয়ে খুলনার নগরীর বিএমএ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা জেলার ৬৮ ইউনিয়ন পরিষদের সচিব গনের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে চেয়ার প্রতীকে সিদ্ধার্থ শংকর ব্যানার্জী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শেখ আলমগীর হোসেন আম প্রতীক ও অর্থ সম্পাদক পদে শেখ আমিনুল ইসলাম কলম প্রতীক, মো. রাজিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক ও ধীমান রায় পদ্মফুল প্রতীক নিয়ে ৩ বছরের জন্য নির্বাচিত হন। ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহবাহক ছিলেন রুহিদস কুন্ডু, খুলনা জেলার বাপসার নির্বাচন পর্যবেক্ষণ করেন বাপসার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বাহেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ জেলার বাপসার সভাপতিবৃন্দ।